ভোলায় একদিনেই এলো করোনা পরীক্ষার শতাধিক রিপোর্ট

ভোলায় গতকাল পর্যন্ত ৬ শতাধিক করোনাভাইরাস নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। এরমধ্যে গত বুধবার একদিনেই এসেছে ১০৬টি রিপোর্ট। ওই দিন প্রথম দফায় আসে ৩৮টি রিপোর্ট। পরে সন্ধ্যার দিকে আসে আরও ৬৮টি রিপোর্ট।

ভোলার সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ইসলাম ভোলা প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৬৮ জনের রিপোর্ট এসেছে। মোট রিপোর্টের সংখ্যা ৬২০। এরমধ্যে ১০টির ফল পজিটিভ আর ৬১০টি নেগেটিভ।

বৃহস্পতিবার তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন ৩১ জন হোম কোয়ারেন্টাইনে এসেছেন। এখন হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৮২ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনের আওতায় এসেছেন ২১৬৭ জন।

নজরুল ইসলাম বলেন, আইসোলেশনে নতুন ২ জন রয়েছেন। এতে এখন আইসোলেশনে থাকা রোগীর সংখ্যা ৪ জন। মোট আইসোলেশনে ছিলেন ১১ জন।

ভোলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১০ জন। এরমধ্যে ৫ জন সুস্থ হয়েছেন। বাকি ৫ জন এখন চিকিৎসাধীন রয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।