ভোলায় আনারসের মধ্য থেকে গাজা উদ্ধার !!

কাজী মহিবুল্লাহ আযাদ, আমাদের ভোলা. কম।।
ভোলায় আনারস বাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমান গাজা উদ্ধার করা হয়েছে। ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি শহিদুল ইসলাম জানান অদ্য ১ মে তারিখ রাত্র ১২:১৫ মিনিটের সময় এসআই (নিঃ) শংকর কুমার ঘোষ ও সংগীয় ফোর্স জেলা গোয়েন্দা শাখা, ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা বাঘারহাওলা ০২ নং ওয়ার্ডে অভিযান করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ মনিরুল ইসলাম শুভ (৩০), পিতা মোঃ রফিকুল ইসলাম খোকন, সাং- পৌর ০৭ নং ওয়ার্ড, ২। মোঃ সোহাগ মোল্লা (৩২) পিতা- আঃ বারেক মোল্লা সাং- ভেদুরিয়া ০৩ নং ওয়ার্ড উভয় থানা ও জেলা ভোলাদেরকে একটি দেড়টনী পিকআপ এর পিছনে ছোটছোট ৩০০ শত আনারসের মাঝে পাটের ছালার মধ্যে দুই পোটলায় ৬৫০০ (ছয় কেজি পাচশত গ্রাম) গাজা মাদকদ্রব্যসহ আটক করেন। আটকৃতদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।