ভোলার মেঘনায় ঝড়ের কবলে পড়ে বালুবাহী বাল্কহেড ডুবি
মোঃ সালাহউদ্দিন, আমাদের ভোলা।
ভোলার মেঘনায় ঝড়ের কবলে পড়ে একটি বালুবাহী বল্কহেড ডুবে গেছে। তবে বাল্কহেডে থাকা মাস্টার, শুকানি ও স্টাফসহ ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ মে) সকাল ৯টার দিকে মেঘনার তুলাতলী পয়েন্টে ঘটে এ ঘটনা।
তুলাতলী মাছ ঘাটের আড়ৎদার মো. মনজু হোসেন জানান, সকালে চলন্ত একটি বালুবাহী বাল্কহেড হঠাৎ ঝড়ের কবলে পড়ে। তখন সেটি তীরে ভেড়ানোর চেস্টা করা হয়। কিন্তু তুলাতলী ঘাটের কাছাকাছি আসলে সেটি ডুবে যায়। তবে বাল্কহেড়ে থাকা ৫ শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, বাল্কহেড় ডুবির খবরটি পুলিশকে কেউ জানাননি। তবে বিষয়টি নিয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এদিকে মেঘনার ইলিশা ঘাটে নোঙ্গর করা দুটি জেলে নৌকা ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।