ভোলার প্রবীণ আইনজীবী মোঃ শাহজাহানের ইন্তেকাল

কাজী মহিবুল্লাহ আজাদ, আমাদের ভোলা।
ভোলার প্রবীণ আইনজীবী মোঃ শাহজাহান ইন্তেকা্ল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)
৪২ বছরের আইন পেশার ইতি টেনে মহান প্রভুর ডাকে সারা দিয়ে পরপারে চলে গেলেন ভোলা আইনজীবী সমিতির প্রিয় মেধাবী মুখ অ্যাডভোকেট আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান। ১৯৮৭ থেকে অদ্য পর্যন্ত জাসদ ভোলা জেলার সভাপতি ছিলেন।২০০১ সন থেকে তেল-গ্যাস জাতীয় সম্পদ রক্ষা কমিটির সহসভাপতি ছিলেন। হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম জেলা সহ সভাপতি সহ অস্ংখ্য সামাজিক কাজে দ্বায়িত্ব পালন করেছেন। ১ পুত্র, ১ কন্যা ও ১ স্ত্রী রাখিয়া মাত্র ৭৪ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে।
তার মৃত্যুতে ভোলার রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক সহ অসংখ্য মানুষ শোক প্রকাশ করেছেন।