ভোলায় ১৫ ট্রলার জব্দ, আটক ১২

কাজী মহিবুল্লাহ আজাদ, আমাদের ভোলা।

ভোলার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ট্রলার দিয়ে অবৈধভাবে যাত্রী পারাপারের অভিযোগে ১২ জন ট্রলার মাঝিকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় ১৫টি ট্রলার আটক করা হয়। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান

আটকৃতরা হলেন, বেলাল, সোহেল, নাজমুল, মিনহাজুল, মনির, সামসুল হক, আ: রহিম, মো: রুবেল, আলামিন, সুমন, বাহার ও মান্নান। এদের বাড়ি লক্ষীপুরের মজুচৌধুরীরহাট, মতিরহাট ও ভোলার ইলিশার বিভিন্ন এলাকায়।

ভোলা নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন পাল এ তথ্য নিশ্চিত করে জানান, ডেঞ্জার জোন ও লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় যাত্রী পারাপার করছিলো ট্রলার মালিকরা।

এসময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল অভিযান চালিয়ে ট্রলারের ১২ জন মাঝিকে আটক করে এবং ১৫টি ট্রলার জব্দ করে। পরে কোস্টগার্ড আটককৃতদের নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে মেরিন কোর্টে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

ডিসেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।