ভোলায় পূর্ব ইলিশা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠি
আমাদের ভোলা রিপোর্ট:
ভোলার পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার (২২ মে) ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ নুর উদ্দিন সোহাগ, যুগ্ম সম্পাদক ইব্রাহিম সুমন, মোহাম্মদ নূরে আলম, সাংগঠনিক সম্পাদক এম শাহারিয়ার জিলন, আইন বিষয়ক সম্পাদক এড: তানভীর আহমেদ নকীব, কোষাধক্ষ্য রুবেল বেপারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান মজগুনী, ওয়ার্ড লিডার মামুন, আকতার, প্রচার সম্পাদক মোহাম্মদ বাবলু, ত্রান বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক আকতার হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক রাসেল ব্যাপারী প্রমুখ।
পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেন, আত্মমানবতার সেবায় কাজ করার লক্ষ্যে অত্র ইউনিয়নের তরুণদের নিয়ে পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই এ সংগঠন এর মাধ্যমে বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে হয়েছে। সংগঠনের উদীয়মান যুবকদের নিয়ে জেলে উৎসব, রাস্তা সংস্কার, জেলা স্কুল, খাল খনন করা হয়েছে। এছাড়াও করোনা মহামারী সংক্রমণ প্রতিরোধ সৃষ্টির লক্ষ্যে ফেরিঘাট এলাকায় যাত্রীদের মধ্যে ও বিভিন্ন হাট-বাজারে জীবাণুনাশক স্প্রে ছিটানো, সচেতনতামূলক মাইকিং, অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আত্মমানবতার সেবায় পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশন এর কার্যক্রম অব্যাহত থাকবে।