ভোলায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
কাজী মহিবুল্লাহ আজাদ , আমাদের ভোলা.কম
পুলিশকে সহায়তা করুন পুলিশের সেবা গ্রহন করুন এই স্লোগানে ভোলায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছেন। সোমবার সকালে ভোলা সদর থানার চত্বরে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। সভায় বক্তার মতামতকে গুরুত্ব সহকারে গ্রহন করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন সভার প্রধান অতিথি পুলিশ সুপার মোকতার হোসেন পিপিএম।
ভোলা সদর থানার ওসি ছগির মিঞার সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার সদর র্সাকেল আবদুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সাবেক আহ্বায়ক এম এ তাহের, বর্তমান সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, চর সামাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মহিদ্দিন মাতাব্বর, এডভোকেট মনিরুল ইসলাম, আমাদের নতুন সময় প্রতিনিধি ইউনুছ শরিফ , দৈনিক তৃতীয়মাত্রা ও দখিনের সময় প্রতিনিধি ইয়াছিনুল ইমন,
এসময় আরো উপস্থিত ছিলেন ওসি ডিবি শহিদুল ইসলাম, , বাসস প্রতিনিধি হাসনাইন আহমেদ মুন্না, মাই টিভি প্রতিনিধি আরিফ হোসেন লিটন, আমাদের ভোলা.কম এর র্বাতা সম্পাদক মহিবুল্লাহ আজাদ ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোকতার হোসেন পিপিএম বলেন, মাদক এবং নারী নির্যাতন,চাদাবাজীসহ কোন অপরাধের সাথে পুলিশ আপস করবে না যদি কোন পুলিশের কাছে গিয়ে সুবিচার না পাওয়া যায় তাহলে আমি এসপি আছি আমাকে জানাবেন, সাথে সাথে সমাধান করবো ইনশাল্লাহ।
ওপেন হাউজ ডে বাপ্তার আলোচিত মাদক সেবী ৪ টি মাদক মামলার আসামী জশিম উদ্দিন (৪৫) পুলিশের হাতে আত্মসমর্পণ করেন।