ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন 

ইয়াছিনুল ঈমন, সম্পাদক, আমাদের ভোলা ।

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । ১৩ মে শনিবার বেলা ১১টার দিকে শহরের সদর রোডে কয়েক হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির , প্যানেল মেয়র ও পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাহউদ্দিন লিংকন, জাতীয় পার্টির (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিবুল্লাহ নাজু, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভোলা জেলার সাধারণ সম্পাদক অবিনাশ নন্দী প্রমুখ।

পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ভোলায় ৯টি কূপ থেকে দৈনিক প্রায় ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সক্ষমতা রয়েছে। ভবিষ্যতে দৈনিক আরও প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ভোলায় বাসা বাড়িতে গ্যাস সংযোগ না দেয়ায় জনগণের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে । তাই অতি দ্রুত ভোলায় গৃহস্থালি গ্যাস সংযোগ দেওয়ার দাবি করেন বক্তারা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনজুরুল আলম, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এফরানুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর ফারুক, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাইনুল ইসলাম শামীম প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

জুন ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।