ভোলায় করোনা দুর্যোগে এডিশনাল পিপি শোয়েব হোসেন মামুনের উদ্যোগে ত্রাণ বিতরণ
ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা. কম:
করোনা দুর্যোগে খেটে খাওয়া দুই শত পরিবারের মাঝে নিজ ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, ভোলা জজ কোর্ট (এডিশনাল) পিপি, অনলাইন নিউজ পোর্টাল আমাদের ভোলা.কম এর আইন উপদেষ্টা এ্যাডভোকেট শোয়েব হোসেন মামুন।
সোমবার (১৮ মে) ধনিয়া ইউনিয়নের গোডাউন এলাকার দেলোয়ার উকিল সাহেবের বাড়ির দরজায় করোনা থেকে মুক্তির জন্য দোয়া ও মোনাজাত শেষে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
প্রতি প্যাকেটে চাউল,আলু,পিয়াজ,ডাল,সাবান,পোলাউর চাল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
অ্যাডভোকেট সোহেব হোসেন মামুন জানান, দেশরত্ন মাননীয় প্রধানমনত্রী শেখ হাসিনা করোনা দুর্যোগে অভাবী হওয়া লোকদের পশে দাড়ানোর জন্য নেতাকর্মিদের নির্দেশে দেন। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আমার সাধ্যমত ব্যক্তিগত তহবিল থেকে আজ দুই শত পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছি। এর আগেও প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছি।
এসময় তার নিজস্ব আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।