বোরহানউদ্দিনে ( লজিক) প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে পরিচিতি সভা
বোরহানউদ্দিন সংবাদদাতা, আমাদের ভোলা.কম।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়ন পরিষদের হলরুমে হেলভেটার্স এর আয়োজনে ইউএনডিপি,ইউএনসিডিএফ, সিডা,ইউরোপীয় ইউনিয়নের সহোযোগিতায় লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেন্ট চেঞ্জ (লজিক) প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে প্রকল্প পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান অতিথি বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বড়মানিকা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার এর উপস্থিতিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় ইউপি সদস্য, রফিক মেম্বার, নওশাদ পাটোয়ারি, মিলন মাতাব্বর, সিরাজ মেম্বারসহ ইউনিয়নের মহিলা মেম্বার গন উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, হেলভেটাস প্রজেক্ট অফিসার মোঃ মনির হোসেন, ইউএনডিপির ডিষ্টিক কোঅর্ডিনেটর নুরুল মমিন সিদ্দিক (রায়হান), গ্রান্ট কোঅর্ডিনেটর মোঃ হেলাল উদ্দিন। ইউনিয়ন সি এম এফ মোঃ আল আমিন ও আফসানা আক্তার।