বোরহানউদ্দিনে পৃথক পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ আটক ২

এইচ. এম. এরশাদ, আমাদের ভোলা.কম
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড থেকে রিয়াজুল ইসলাম ওরফে রানা তালুকদার (২৫) নামক একজনকে ১০ পিস ইয়াবাসহ ও কুতুবা ইউনিয়নের ছাগলা গ্রামের ৯ নং ওয়ার্ড থেকে ২০ পিস ইয়াবাসহ ইকবাল হোসেন (২৫) নামক একজনকে আটক করেছে থানা পুলিশ।
আটক ইকবালকে বোরহানউদ্দিন থানার এস আই হেমায়েত উদ্দিন ও মোহাইমিনুলসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আটক করেন।
আটক রানা তালুকদারকে এস আই আজিজুর রহমান ও এ এস আই গৌরাঙ্গসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আটক করেন।
রবিবার রাতে পৃথক পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়।
আটককৃত ইকবাল হোসেন পক্ষিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল আলির ছেলে ও রানা তালুকদার দেউলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত বারেকের ছেলে। এঘটনায় বোরহানউদ্দিন থানায় মাদক আইনে দুটি মামলা হয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ম. এনামুল হক জানান, ইয়াবাসহ আটক দুইজনের বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।