বোরহানউদ্দিনে ট্রাকের ধাক্কায় মাহিন্দ্র উল্টিয়ে নিহত-১, আহত-৩
নীল রতন, বিশেষ প্রতিনিধি, আমাদের ভোলা.কম:
ভোলার বোরহানউদ্দিনে ট্রাকের ধাক্কায় মাহিন্দ্র উল্টিয়ে ঘটনাস্থলেই মাহিন্দ্রযাত্রী মিধান বেপারী(৭০) নামক এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। এছাড়া অপর ৩ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের মনিরাম বাজারের নিকট ওই দূর্ঘটনা ঘটে। মিধান ব্যাপারী উপজেলার টবগী ইউনিয়নের নয় নাম্বার ওয়ার্ডের মাতাব্বর বাড়ির বাসিন্দা ।
বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হক জানান,ভোলা-চরফ্যাশন সড়কের মনিরাম বাজারের নিকট চরফ্যাশনগামি যাত্রীবাহি মাহিন্দ্রকে একইদিকে যাওয়া একটি দ্রুতগামী ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে ওই দূর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক জব্দ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে কারো অভিযোগ পাওয়া যায়নি বলেও তিনি জানান।
স্থানীয়রা ওই দূর্ঘটনায় আহত তৌফিক, বিল্লাল ও রাশেদকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেন।