বোরহানউদ্দিনে এক হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার দিলেন এমপি মুকুল
নীল রতন, আমাদের ভোলা.কম।
ভোলার বোরহানউদ্দিনে করোনা ভাইরাসের কারণে কর্মহীণ অসহায় পরিবারের মাধ্যে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করেছে ভোলা নৌ-কন্টিনজেন্ট। বুধবার উপজেলঅ পরিষদ চত্বরে দেহিক দূরত্ব বজায় রেখে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও ভোলা নৌ-কন্টিজেন্টের লে. কমান্ডার খায়রুল আলম ৬০ জন দু:স্থ পরিবারের হাতে ওই খাদ্য সহায়তা তুলে দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সুজি, ১ কেজি তেল,১ কেজি বিস্কুট ও ১ কেজি লবনের প্যাকেজ প্রতিজনের মাঝে বিতরণ করা হয়েছে।
ওই সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল আহমেদ সহ নৌবাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।