বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অধ্যক্ষের দায়িত্বে হারুন অর রশিদ

ইয়াছিনুল ঈমন, সম্পাদক, আমাদের ভোলা।
অবশেষে বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রী কলেজের অধ্যক্ষ হলেন শহরের পরিচিত মুখ, ভদ্র ও গুণী শিক্ষা ব্যক্তিত্ব মোঃ হারুন অর রশিদ। তিনি শুক্রবার (১৩ মে) ওই কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
কালিবাড়ী রোড নিবাসী হারুন ২ সন্তানের জনক। তিনি বাংলাবাজার কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদানের আগে ২০১৭ সালে থেকে ব্যাংকের হাট কো-অপারেটিভ ডিগ্রী কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ১৯৯৫ সালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়য়ের প্রভাষক হিসেবে আলতাজের রহমান কলেজে প্রভাষক হিসেবে চাকুরী জীবন শুরু করেন। ২০০৫ পর্যন্ত তিনি প্রভাষকের দায়িত্ব পালন করেন। ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত একই কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে মোঃ হারুন অর রশিদ বাংলাবাজার কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করায় ভোলা জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, রাজনৈতিক-সামাজিক ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ সমাজের বিভিন্ন সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তার কর্ম তৎপরতা আর আন্তরিকতার মাধ্যমে কলেজটিকে আরো উন্নত এবং সমৃদ্ধশালী করবেন এমনটাই প্রত্যাশা করছেন ভোলার সুশীল সমাজ।