নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ভোলায় বিএনপির বিক্ষোভ-সমাবেশ
ইয়াছিনুল ঈমন, সম্পাদক, আমাদের ভোলা।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনসহ সারা দেশে নেতাকর্মীদের ওপর হামলা-মামলাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৪ মে) সন্ধ্যায় ভোলা শহরের মহাজনপট্টিস্থ জেলা কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ ট্রুম্যান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমাইন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারন সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, কবির হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুর কাদের সেলিম, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন,সহ-সভাপতি মীর রনি, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম প্রমুখ।
এ সময় বক্তারা সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলার প্রতিবাদ জানান। সেই সঙ্গে ভোজ্যতেলসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে আনার দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এ সময় সমাবেশে বিভিন্ন উপজেলার বিএনপির নেতাসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।