দুই শিশুকে মা খুজে দিলেন ভোলা পুলিশ সুপার

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম।
হারিয়ে যাওয়া দুই ভাইবোনকে তাদের মায়ের কাছে পৌছে দিলেন ভোলা পুলিশ সুপার মোকতার হোসেন পিপিএম।
গত ০৩ মে রাত্রিকালে ঘূর্ণিঝড় “ফণী “সরেজমিনে পরিদর্শনকালে ঘূর্ণিঝড়ের কবল থেকে পরিচয়হীন মোসাঃ আংকুর(৮), মোঃফয়সাল (৬) কে ভোলা পৌরসভাধীন মোল্লা ব্রিজ এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ২ জনকে ভোলা সদর থানার জিম্মায় রাখা হয়। এরই মধ্যে পুলিশ সুপার ভোলা পুলিশকে শিশু দুইটির অভিভাবক কে খুজে বের করার নির্দেশ দেন।
পরবর্তীতে আজ ৪ মে ১৯ সন্ধ্যার দিকে প্রকৃত অভিভাবক খুঁজে বের করে সন্তান দুইটির (মা)-মোসাঃ আনোয়ারা বেগম এর নিকট শিশু দুটিকে হস্তান্তর করেন পুলিশ সুপার মোকতার হোসেন পিপিএম। শিশু দুটির বাড়ি ভোলা সদর উপজেলা ইলিশা ইউনিয়নের জংশন এলাকায়।
এদিকে এঘটনার কারনে ভোলা পুলিশ সুপার মোকতার হোসেন পিপিএমকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্নজন