তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস “লায়লাতুল কদর”

লায়লাতুল কদর
করুণার চাদর
আসমান জমিন মহাবিশ্ব জুড়ে।

ভাগ্য রজনী
প্রস্তুত অবনী
তাকদির তৈরি সবার- কাছে দূরে।

রাহমানুর রাহিম,
কোরআনুল কারিম
হেরার গুহাতে পাঠান এই রাতে।

ফিরিস্তা জিব্রিল
করেছেন তারতিল
রাহমাতুল্লিল আলামিনের সাথে।

হাজার মাস হতে
উত্তম এই রাতে
প্রভূ ঐ আসমানে আসন পাতে।

যত সব পাপী
কাঁদে সব সপি
প্রভূর দরবারে, খালি দু’হাতে।

মাগফিরাত জুটবে
সৌভাগ্য ফুটবে
মানুষকে যারা বাসিছে ভালো।

করে নাই কভু
শিরক সাথে প্রভূ
মাতাপিতার মুখ করে নাই কালো।

বিদ্বেষ যাও ভুলে
কাঁদো হাত তুলে
লভিবে মুক্তি জাহান্নাম হতে।

নিষ্পাপ হতে চাও
ঈমানে দাঁড়াও
ভোর উদয় না হতে ধরনীতে।

২৩ মে ২০১৯
ঢাকা।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।