নিউজ ডেস্ক ,আমাদের ভোলা.কম।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে। বর্তমানে বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে প্রবল শক্তিতে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে এই ভাইরাস। মৃত্যুপুরীতে পরিণত করেছে আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্সের মতো দেশকে।
যদিও চীনের উহানে দীর্ঘ আড়াই মাস লকডাউন তুলে নেওয়া হয়েছিল। মনে করা হচ্ছিল, সেখানে আর করোনার সংক্রমণ নেই। তবে এবার দেশটির অন্য শহরে ভয়ঙ্কর হয়ে উঠছে। শহরটির নাম শুলান। ইতোমধ্যে এই শহরকে লকডাউন করে দিয়েছে চীনা কর্তৃপক্ষ।
একদিনে এক লন্ড্রি থেকে সংক্রমণ ঘটেছে ১১ জনের মধ্যে।৪৫ বছর বয়সী এক নারী থেকে শুরু হয়েছে সংক্রমণ, তার পরিবারের অধিকাংশই এখন কোভিড-১৯ রোগী।
তবে তার কোনও ভ্রমণের ইতিহাস নেই সম্প্রতি।
চীন সরকার এই শহরে সর্বোচ্চ ঝুঁকি ঘোষণা দিয়ে সকল জমসমাগম নিষিদ্ধ করে দিয়েছে।
এই শহরটির সীমান্ত উত্তর কোরিয়ার সঙ্গে সংযুক্ত। উত্তর কোরিয়া সরকার এখন পর্যন্ত কোনও করোনাভাইরাস নেই বলে দাবি করছে। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান, সিজিটিএন