চরফ্যাশনে ৩শত মৃত মুরগী ড্রেসিং করার সময় জব্দ

বিশেষ প্রতিনিধি, আমাদের ভোলা৷৷
ভোলার চরফ্যাশন বাজারে এক পোল্ট্রি খামারের প্রায় ৩শত মৃত মুরগী ড্রেসিং করার সময় মোঃ রাসেল নামের এক যুবক কে আটক করা হয়েছে৷
শনিবার (২২ মে) রাত ৯টার সময় চরফ্যাশন বাজার মাংস পট্টি মিরাজের দোকানে ড্রেসিং করার সময় রাসেলকে আটক করেন চরফ্যাশন থানা পুলিশ৷ রাসেলের বাড়ি আবুবকরপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডে৷ তিনি শাহে আলমের পোল্ট্রি খামারে কর্মসূচি বলে জানা যায়৷
ঘটনা স্থানে গিয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত রাসেলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা করেছেন৷ উদ্ধার করা মৃত মুরগী পুরিয়ে মাটিতে পুঁতে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চরফ্যাশন পৌর মেয়র মোঃ মোরশেদ, পৌর ০৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আখতারুল আলম সামু ও চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ৷
ধারনা করা হয়েছে, খামারে মধ্যে রোগে আক্রান্ত হয়ে মুরগীগুলো মারা যাওয়ার পর জবাই করে নিয়ে আসা হয়েছে৷ ড্রেসিং করে ফ্রিজে রেখে কমদামে হোটেল বা চিকেন গ্রিলের দোকানে বিক্রি করা হতো৷