ঘূর্ণিঝড় ফনি মোকাবেলায় ভোলা জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
মোঃ আরিয়ান আরিফ, আমাদের ভোলা.কম।
বঙ্গোপসাগরে অবস্থান ঘূর্ণিঝড় ফনি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে এই সর্তকতায় ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ভোলা জেলা
প্রশাসকের কার্যালয়ের হল রুমে অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মো: মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় সিপিপি ভোলা জেলা উপ-পরিচালক সাহাবুদ্দিন মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুল কুদদুস নোমান,উপজেলা সিপিপি টিম লিডার আবুল হাসনাত তসলিম সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় ভোলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারিকে সতর্ক থাকতে ও তাদের স্ব-স্ব অবস্থানে থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং সিপিপি ও রেডক্রিসেন্ট সহ স্বেচ্ছাসেবি সংগঠনগুলোকে তৎপর থাকতে অনুরোধ করা হয়েছে।