ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবেলায় ভোলায় প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
কাজী মহিবুল্লাহ আযাদ, আমাদের ভোলা.কম।
ভোলায় ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবেলায় জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভোলা জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘূর্ণিঝড় আম্পানকে সামনে রেখে সংশ্লিষ্ট দপ্তর গুলোকে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়। এর সাথে ১১শ চারটি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার পাশাপাশি সকল স্কুল কলেজ গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুতির নির্দেশনা দেয়া হয়। এছাড়াও প্রস্তুত রয়েছে সিপিপি ও রেড ক্রিসেন্ট এর ১০ হাজার ২শত ভলেন্টিয়ার ও ৯২টি মেডিকেল টিম। ঝুঁকিপূর্ণ চরগুলো থেকে মানুষ গুলোকে নিরাপদ স্থানে এখনই সরিয়ে নিয়ে আসার জন্য সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার সতর্কতাঃ স্বাস্থ্যবিধি মানার জন্য সাইক্লোন শেল্টার গুলোকেও নির্দেশনা দেয়া হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে রেডক্রিসেন্ট, সিপিপি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, পুলিশ, উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।