কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ভোলায় যুবদলের আনন্দ মিছিল

ডেস্ক রিপোর্ট, আমাদের ভোলা।
কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা মিছিল করেন ভোলা সদর উপজেলা যুবদল ও পৌর যুবদল।
ভোলা জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও সদস্য সচিব তরিকুল ইসলাম কায়েদ ও কবির হোসেনের নেতৃত্বে এ আনন্দ মিছিল করেন ভোলা সদর উপজেলার যুবদল ও পৌর যুবদল।
শনিবার সকাল এগারোটায় ভোলা সদর কালিনাথ রায়ের বাজার থেকে এ আনন্দ মিছিল বের করেন।
এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা যুবদল ও ভোলা পৌর যুবদল সহ সদর উপজেলার যুবদলের ১৩ ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন যুবদলের নেতা কর্মীরা । এসময় জাতীয়তাবাদী যুবদলের স্লোগানে মুখরিত ছিল ভোলার রাজপথ। নেতাকর্মীরা বলেন নবগঠিত যুবদল কমিটি আগামী আন্দোলন-সংগ্রামে যে কর্মসূচি দেবেন ভোলা জেলা যুবদল রাজপথে তা বাস্তবায়ন করবে।