কবি মোঃ আঃ কুদদূস এর ” মাহে রমাদান “
তৃষিত হৃদয়
বিগলিত হয়
সানুগ্রহে তোমার, হে মহান।
সৌভাগ্য আমার
পেয়েছি আবার
করুণা তব- মাহে রমাদান।
কৃপা অফুরান
সতত সম্মান
মহিমাময় মাসে শুধু মিলে।
প্রাচুর্য তোমার
অবারিত অপার
প্রশান্তি বহে তৃষ্ণার্ত দিলে।
মুক্তির পয়গাম
ভরপূর ধরাধাম
ক্ষমার বৃষ্টি – ঝরঝর ঝড়ে।
মুক্তির সনদ
শান্তি বিনোদ
হেরার রশ্মি – ছড়িয়ে পড়ে।
পথের পাথেয়
অমৃত অমীয়
রোজগার-এ মশগুল সবে।
এমনি মৌসুম
বেগুনা মাসুম
লভিবে আবার কে, কবে?
স্বর্গীয় দূত
তাড়ায় ভূত
বিশ্বময় বহে সুখেরধারা।
সব মুসলমান
পাইবে ত্রাণ
কোলাকুলি করে পরস্পরা।
১৭ মে ২০১৯
ঢাকা।