কবি মোঃ আঃ কুদদূস এর নগর পথিক
নিস্তব্ধ রাতের আকাশ,
লক্ষ তারার মিটিমিটি আলো
পৃথিবীর কক্ষপথে পথিক,
পূর্ণিমা চাঁদটাও যেন কালো।
কোথায় আটকে গেছে-
অবাধ স্বাধীনতার প্রিয় হাসি?
একাকী, আলোক সাথী,
আঁধারের মাঝেই যেন ভাসি।
থমকে দাঁড়িয়ে ভাবি-
নগরের মাঝে কে মোর আপন?
সম্মুখে পা বাড়াই,
এ নগরে হবে না মোর দাফন।
মিছে আলোর ঝলকে,
আসল আলো হারায় মোরে
স্বার্থের নগর জুড়ে,
মন খারাপ হয়, কী অদ্ভুতুড়ে!
সাদা-লাল-নীল বাতি,
ছড়ায় মিছে আলোর বেসাতি
সাত রঙ একাকার,
ঘুমোট অন্ধকার তাই সাথী।
নগরে বাতি জ্বলে,
তবুও যে আলোর দেখা নাই
প্রেমের কী ছড়াছড়ি!
শুধু ভালোবাসার অভাব ভাই।
নিশীথের আঁধার বুকে-
লক্ষ পথিক অজানা পথে হাটে,
ভালোবাসা নেই, তাই-
প্রেম খুঁজি না এই নিষ্ঠুর তটে।
নগরে ছুটে চলা-
নাগরিক, আলো নাও সাথে,
আঁধার কেটে যাবে,
আলোময় এক মায়াবী প্রভাতে।
২৬ মে ২০১৯
ঢাকা।