ভোলায় মোট ৮৭ জনের নমুনা সংগ্রহ,২৪ টির ফলাফল নেগেটিভ

কাজী মহিবুল্লাহ অযাদ , আমাদের ভোলা.কম।

ভোলায় করোনা ভাইরাস সন্দেহে  সংগ্রহ করা ৮৪ টি নমুনার মধ্যে এখন পর্যন্ত ২৪টি রিপোর্ট নেগেটিভ এসেছে। বুধবার (৮ এপ্রিল) বিকালে জেলা স্বাস্থ্য বিভাগ  এ তথ্য নিশ্চিত করে।  এ নিয়ে প্রাপ্ত ২৪টি রিপোর্ট নেগেটিভ এলো। নমুনা সংগ্রহ করা সবাই হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

ভোলার সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী জানান,  গত ৮ দিনে সর্বোমোট ৮৭ টি নমুনা সংগ্রহ হয়েছে। যেগুলো রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রন ও গবেশনা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং পাবলিক  হেলথ ইনস্টিটিউট (আইপিএইচ) পাঠানো হয়।

যার মধ্যে বুধবার পর্যন্ত ২৪ টি রিপোর্ট আমরা হাতে পেয়েছি, যার সবগুলো রিপোর্ট নেগেটিভ এসছে। বলা যায়, এখন পর্যন্ত জেলার করোনা পরিস্তিতি ভালো রয়েছে।

এদিকে জেলায় এখন পর্যন্ত ৫১১ জনের হোম কোয়ারেন্টিন শেষ হয় হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ৫০ জন।

জেলায় করোনা সন্দেহে আইসোলেশনে রাখা ১ জনই সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়াও মঙ্গলবার থেকে জেলার লালমোহন উপজেলায় করোনা সন্দেহে একটি বাড়ির ৯টি ঘর লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

 

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।