স্বাস্থ্যবিধি না মানায় ভোলা সদর এসিল্যান্ডের অভিযান

ইয়াছিনুল ঈমন, সম্পাদক আমাদের ভোলা।
করোণা মহামারীর সংক্রমণ রোধে চলমান লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ভোলা জেলা প্রশাসন । এরই অংশ হিসেবে ১৯ এপ্রিল ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের বাঘারহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবি আবদুল্লাহ খান । সরকারি নির্দেশ অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার অপরাধে এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে দন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।।