সাবেক বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া
এইচ. এম এরশাদ, আমাদের ভোলা.কম।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের জীবন্ত কিংবদন্তি সাবেক বানিজ্যমন্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া। নির্বাচিত হওয়ার পর তিনি প্রিয় নেতার ভোলার বাস ভবনে গিয়ে দেখা করেন।এ সময় প্রিয় নেতা নির্বাচিত ভাইস চেয়ারম্যান কে স্নেহ ও ভালবাসা জানান।উল্লখ্য,রাসেল আহমেদ মিয়া তৃনমূল রাজনীতি অঙ্গনের আরেক তারকা মরহুম বশির আহমেদ মিয়ার কনিষ্ঠ সন্তান।বোরহানউদ্দিন আ’ লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার এর ছোট ভাই।