লালমোহনে বৃদ্ধার ফোন পেয়ে রাতের আঁধারে ওষুধ নিয়ে হাজির হলেন ইউএনও
বিশেষ প্রতিনিধি , আমাদের ভোলা.কম।
হঠাৎ রাত ৮ টায় ভোলার লালমোহনের উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির মোবাইলে খোকন বিবি নামের এক বৃদ্ধার ফোন। তিনি ফোনে ইউএনওকে জানালেন সে দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা ও বাত ব্যাথায় ভুগছেন। টাকার অভাবে ওষুধ কিনতে পারছেন না। বৃদ্ধার এসব কথা শুনেই বুধবার রাত ১০ টায় উপজেলার বদরপুর ইউনিয়নের নতুনবাজার এলাকায় বৃদ্ধা খোকন বিবির বাড়িতে দুই মাসের ওষুধ নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি। এসময় বৃদ্ধা খোকন বিবিকে ১ মাসের খাদ্য সামগ্রী দিয়েও সহায়তা করেন ইউএনও। এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা অপূর্ব দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনিসহ আরও অনেকে।