লালমোহনে জমি-জমা বিরোধের জেরধরে ৬জনকে পিটিয়ে আহত
তপতী সরকার,লালমোহন প্রতিনিধি, আমাদের ভোলা. কমঃ
লালমোহন রমাগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরধরে একই পরিবারের হালিমা খাতুন (৫৫), মোহাম্মদ উল্ল্যাহ, সাকিব ও রাকিবসহ ৬জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ কেফায়েত উল্ল্যাহ গ্রুপ।
গত ১৬ এপ্রিল রাত ৯টার দিকে রমাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত হালিমা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনার দিন রাত ৯টার দিকে মোহাম্মদ উল্লাহর স্ত্রী হালিমা খাতুনের উপর লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় বিএনপির ক্যাডার কেফায়েত উল্ল্যা, মোঃ হারিছ, আবু তাহের, ইমাম হোসেন হৃদয় গংরা। ক্যাডারদের ধারালো অস্ত্রের আঘাতে হালিমা খাতুন এর মাথায় গুরুতর আঘাত লাগে। এ ঘটনায় লালমোহন থানায় একটি মামলা দায়ের হয়েছে। স্থানীয়রা জানান, বিএনপি নেতা কেফায়েত উল্লাহর দাপটে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে।