মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদানের লক্ষ্যে ফান্ড গঠন করছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন
ডেস্ক রিপোট, আমাদের ভোলা.কম।
বিশ্ব ব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণে প্রতিদিন অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে। করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ অধিকতর বেগবান এবং কার্যকরী করার লক্ষ্যে , দেশের এ গভীর সংকটে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ প্রদানের লক্ষ্যে কর্মচারীদের ১ দিনের মূল বেতনের সমপরিমান অর্থ উত্তোলন পূর্বক ফান্ড তৈরী করে যাচ্ছে ।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন উদ্যোক্তা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেব নাজিমউদ্দিন জানান বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন মাধ্যমে কেন্দ্রীয় ভাবে দেশের ক্রান্তিকালে সাধ্যমত দেশ সেবা সারাদেশের সম্মিলিত সহযোগিতার জন্য ফান্ড তৈরী করছি, আপনার মত আমরাও চাই অসহায় মানুষের পাশে থাকতে। ইতোমধ্যে সারাদেশে ১৬ জেলার সর্বমোট ৯,৭২,২১৩ টাকা সংগ্রহ করেছেন। পরবর্তী অফিস খোলার দিন ৬৪ জেলা সম্মিলিত ভাবে বড় ধরনের সহায়তা করতে পারবে বলে আশা করছি।
নাজিম উদ্দিন আরো বলেন এখন পর্যন্ত এসোসিয়েশনের হিসাবে ১. ভোলা জেলা ৫০০০০/-, ২. খাগড়াছড়ি ৩৮৪৪০/-, ৩. রংপুর ৪৪০৪৬/-, ৪. কুড়িগ্রাম সিজেএম কোর্ট ৩০০০০/-, ৫. চাঁদপুর ৭৪৬০০/-, ৬. বান্দরবান ৩৮১৫০/-, ৭. সাতক্ষীরা ৭৮০০০/-, ৮. বাগেরহাট ৯৫৩৩৫/-, ৯. নীলফামারী ৭৬৬০০/-, ১০. মেহেরপুর ৪৪৭০০/-, ১১. রাঙ্গামাটি জেলা জজ আদালত ৬৩২৩/-, ১২. সুনামগঞ্জ ৮২৫০০/-, ১৩. ঝালকাঠি ৪৬৯২০/-, ১৪. চুয়াডাঙ্গা ৫০০০০/-, ১৫. ফেনী ৫১৩৫১/-, ১৬. সিলেট জেলা ১৬৫২৪৮/- টাকা, মোট = ৯৭২২১৩/- টাকা জমা প্রদান করেছেন।