মনপুরা-তজুমুদ্দিন নৌ রুটে অভিযানে যাত্রীবাহি অনিরাপদ নৌযান আটক
জাফর ইকবাল , আমাদের ভোলা.কম॥
গত ৩১ মার্চ ‘মেঘনা ডেঞ্জার জোন, অনিরাপদ যানে যাত্রী পারাপার’ শিরোনামে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে স্থানীয় প্রশাসনের। শনিবার ডেঞ্জারজোন মনপুরা-তজুমুদ্দিন রুটে যাত্রী পারাপারে নোঙ্গর করা একটি যাত্রীবাহি ট্রলারসহ তিন জনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ।
পরে বৃহস্পতিবার বেলা ১২ টায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মুছলেখাসহ ৮০ হাজার টাকা জরিমান করা হয়।
আটককৃতরা হলেন, যাত্রী পারাপারে ওই ট্রলারের মালিক নুরনবী, মোঃ বাবুল ও মোঃ বাচ্চু। এদের সবার বাড়ি তজুমুদ্দিন উপজেলায়।