ভোলায় সহস্রাধিক ইয়াবা ট্যাবলেট সহ আটক ০২

ইয়াছিনুল ঈমন, সম্পাদক, আমাদের ভোলা।
১৬ এপ্রিল ২০২২ খ্রিঃ অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার সার্বিক তত্ত্বাবধানে ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়ন হইতে ১০৮৫ পিছ ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে ইলিশা তদন্ত কেন্দ্র পুলিশ।
অদ্য ইং ১৬/০৪/২০২২ তারিখ সকাল ০৬.৫৫ ঘটিকার সময় ইলিশা তদন্ত কেন্দ্রের এসআই(নিঃ) মোঃ ফরিদ, এসআই(নিঃ) মোঃ সিদ্দিকুর রহমান, এএসআই সুজন, এএসআই মাইনুল হাসান সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের তালতলা লঞ্চঘাটস্থ পল্টুনের সামান্য উপরে ব্লকের উপর হইতে ১)জয়চন্দ্র হালদার (৩২), থানা-কাউনিয়া, ২)বরকত আলী রুমন (৩০), থানা- কোতয়ালী মডেল, উভয় বিএমপি, বরিশালদ্বয়ের হেফাজত হইতে ১০৮৫ (এক হাজার পঁচাশি) পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।