ভোলায় মাদক বিক্রেতার বাড়িতে এলাকাবাসীর আল্টিমেটাম
কাজী মহিবুল্লাহ আযাদ, আমাদের ভোলা.কম।
ভোলা সদর উপজেলায় ৭ নং ওয়ার্ডে মাদকের সয়লাভে অতিষ্ঠ হয়ে হাজী সেকান্দর আলী মসজিদের জুম্মার মুসল্লিরা চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহাংগীর ওরফে “ডাইল জাহাংগীর” এর বাড়িতে অভিজান চালায়।
মুসল্লিদের এমন অভিজানের সংবাদ পেয়ে পালিয়ে যায় জাহাংগীর।
তাকে বাড়িতে পাওয়া না গেলে ও পার্শ্ববর্তী প্রতিবেশিরা যানায় যে সন্ধ্যা হলেই স্কাই টাওয়ার হয়ে মহিলা মাদ্রাসার রাস্তায় তার ক্রেতা, এস.আর, দের আনাগোনা শুরু হয়ে যায়। রাস্তার লাইট না থাকায় যাত্রীরা হয়ে পরে অসহায়। রাতে গোটা এলাকা থাকে মাদক সেবক ও বিক্রেতাদের দখলে।
এ সময়ে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের কমিশনার শাহে আলম।
স্থানীয় মুরব্বি আজগর চৌধুরী, মানবাধিকার কর্মী ইলিয়াস চৌধুরী প্রবিন শিক্ষক নাগর চৌধুরী,
অত্র মসজিদের ইমাম মাওঃ নুরুল আমিন, নুর মসজিদের ইমাম মাওঃ মহিউদ্দিন সাহেব, মোঃ সোহাগ
ব্যবসায়ী মোঃ হানিফ, আমাদের ভোলার বার্তা সম্পাদক ও শিক্ষক কাজী মহিব্বুল্লাহ,
এ সময় মুসল্লিরা এমন কাজ নিজ-নিজ হাতে প্রতিহত করা হুশিয়ারি দিয়ে থাকেন। কমিশনার শাহে আলম মাদকের সাথে আপোষ নয় বলে ১৫ দিনের মধ্যে আল্টিমেটাম দিয়ে এলাকা থেকে চলে যাওয়ার কথা সাফ জানিয়ে দিলেন।
পরিবারের লোক জনেন সাথে কথা বলে চানতে চাইলে তারা বলেন আমরা আমরা এমন কিছু যানিনা।