ভোলায় বোরাকের ৬০ পিচ চোরাই ব্যাটারী উদ্ধার, আটক -২
কাজী মহিবুল্লাহ আজাদ, আমাদের ভোলা।
ভোলা সদর উপজেলার বিভিন্ন জায়গা থেকে অটো রিস্কা, বোরাক চুরি হয়ে যায় আবার শুধু ব্যাটারি চুরি হয়।
নিংস্ব করে দেই একটি পরিবার কে এই চোর চক্ররা।
অটো বোরাকের ব্যাটারি চুরির হিরিক পরলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখে ভোলার পুলিশ প্রশাসন।
কাজ করে তাদের একটি টিম, অবশেষে আজ শুক্রবার সফল হয় ভোলার পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার বাপ্তা ৫নং ওয়ার্ডের বুড়ির মসজিদ সংলগ্ন একটি বাড়ী থেকে ৬০ পিস চোরাই ব্যাটারি উদ্ধার করা হয়।
এ সময় এই ঘটনার সাথে জড়িত মোস্তফা মিয়ার ছেলে শাহাজান ও জহির কে আটক করেন পুলিশ।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটারী উদ্ধার ও দুইজন কে আটক করা হয়।
তদন্তসাপেক্ষে আটকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।