ভোলায় পণ্যের দাম না থাকায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ আমাদের ভোলা।

পণ্যের দাম প্রদর্শন না করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রির দায়ে ভোলায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। ভোলা সদরের ভেলুমিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

জরিমানা আদায়কৃত ব্যবসায়ীদের মধ্যে বাবুলের ২ হাজার টাকা, বাচ্চু স্টোরের ৩ হাজার টাকা, জসিম স্টোরের ২ হিজার টাকা এবং সামসুদ্দিন স্টোরের ২ হাজার টাকা।

ভোলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, পণ্যের গায়ে দাম উল্লেখ না থাকায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। গত ৪দিনে এ পর্যন্ত একই অভিযোগে জেলা সদর, বাংলাবাজার, দৌলতখান ও বোরহানউদ্দিনে ১৭ ব্যবসায়ীকে ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে বিকাল ৫টার দিকে জেলা প্রশাসনের একটি টিম ভোলা শহরের কাচাবাজারে অভিযান পরিচালনা করে। এ সময় নির্ধারিত দামেই পন্য বিক্রির করতে ব্যবসায়ীদের সতর্ক করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিপক ত্রিপুরা। তবে এ অভিযানে কাউকে জরিমানা করা হয়নি।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।