ভোলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

কাজী মহিবুল্লাহ আজাদ ,আমাদের ভোলা।

ভোলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জয়নাল আবেদীন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি সদর উপজেলার পূর্ব ইলিশা গ্রামে। সোমবার ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। গত এক মাসে জেলায় ডায়রিয়া আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যু।

নিহতের চাচাতো ভাই সোহরাওয়ার্দী মাস্টার জানান, জয়নাল আবেদীন রবিবার দিবাগত মধ্যরাত থেকে ডায়রিয়া শুরু হয়। সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগেই তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ডায়রিয়া আক্রান্ত হয়েছে ২৮০ জন। এর মধ্যে ভোলা সদর হাসপাতালেই চিকিৎসাধীন আছেন ৯২ জন। এর একদিন আগে জেলায় চিকিৎসা নিয়েছেন ৩৩৮ জন। এ নিয়ে গত এক সপ্তাহে দুই হাজার ৭৫৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এক মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হজার ৫৯ জনে।

ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম জানান, তাপমাত্রা অতি বেড়ে যাওয়ায় ও গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানির সংকটে ডায়রিয়া প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তবে তাপমাত্রা কমে গেলে ডায়রিয়ার প্রকোপ কমে যাবে।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।