ভোলায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম।
ভোলায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৭ এপ্রিল সকালে বাপ্তা নাসরিন মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের সাথে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। শহর ও যানবাহন শাখা ভোলা এবং জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ট্রাফিক সচেতনতা মূলক ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মীর মো: শাফিন মাহমুদ।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, ট্রাফিক পুলিশের পরিদর্শক মো: ফয়সাল সহ নাসরিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে গুরুত্বপূর্ণ ট্রাফিক সাইন মেনে চলার জন্য সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।