ভোলায় জেলা স্কাউটের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
কাজী মহিবুল্লাহ আযাদ , আমাদের ভোলা.কম।
ভোলায় স্কাউটের ত্রি-বার্ষিক কাউন্সিল ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সকলের সম্মতিক্রমে স্কাউটস ভোলা জেলা শাখার ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো: মোজাহিদুল ইসলাম, অধ্যক্ষ শাফিয়া খাতুন, মো: মহিউদ্দিন, তানভির আহমেদ ও ফরিদা ইয়াসমিন, সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন জাকির হোসেন তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক ইকবাল হোসেন শাহিন, কমিশনার মো: রফিকুল ইসলাম, ইউনিট লিডার মো: মনিরুল ইসলাম উড ব্যাজার, কোষাধ্যক্ষ মীর আমিন হোসেন নির্বাচিত হয়েছেন। কমিটির পদাধিকার বলে ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মোজাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন, স্কাউট বরিশাল অঞ্চলের সহকারি পরিচালক শাকিলা ইয়াসমিন, আঞ্চলিক উপ-কমিশনার তুষার কান্তি চৌধুরী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানের জেলার সাত উপজেলা স্কাউট কাউন্সিলগন উপস্থিত ছিলেন।