ভোলায় কাল বৈশাখী ঝড়ে গৃহবধু নিহত
আকতারুল ইসলাম আকাশ, আমাদের ভোলা.কম।
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ০৪নং ওয়ার্ডে কাল বৈশাখী ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে বিবি আয়শা (৩৫) নামের ৩ সন্তানের জননী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত আয়শা দিনমজুর রহিজলের স্ত্রী বলে জানা যায় শনিবার মধ্য রাতে হঠাৎ কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে নিজ বসতি ঘর লন্ডভন্ড হয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার মধ্য রাতের ঝরে দুমড়ে-মুচড়ে যায় গৃহকর্মী বিবি আয়শার বসতি ঘর। তখন ঘরের চালার নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। নিহত আয়শার ২ মেয়ে ফেরদৌস আক্তার (১৩) ও জান্নাত বেগম এবং ১ ছেলে ইমন রেজা।