ভোলায় কর্মহীন দু হাজার পরিবারের পাশে আসিফ আলতাফ
ইয়াছিনুল ইমন, আমাদের ভোলা .কম ।
” ভাইরাস নয়, সংক্রমিত হোক মানবিকতা” এই স্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস কোভিড – ১৯ জনিত সার্বিক পরিস্থিতিতে অসহায় কর্মহীন দুহাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করেছেন সাবেক ধর্ম মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের পুত্র ভোলা সদর থানা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ ।আসিফ আলতাফের উদ্যোগে ভোলার বিভিন্ন ইউনিয়নে দরিদ্র কর্মহীন পরিবাবের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হচ্ছে।১৩ই এপ্রিল সোমবার সামাজিক দূরত্ব বজায় রেখে দরিদ্র এবং কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরন কার্যক্রম শুরু হয় । ভোলা সদরের ১৩ টি ইউনিয়নেই এই ত্রান কার্যক্রম পর্যায়ক্রমে চলবে