ভোলার মনপুরার হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা ।
ভোলার মনপুরার হত্যা মামলার ৩ আসন কে গ্রেফতার করেছে পুলিশ । এ বিষয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ আসাদুজ্জামান । সংবাদ সম্মেলনে তিনি জানান ভোলার মনপুরা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের কাজে দ্বন্দ্বের জের ধরে ০৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ কে খুনের ঘটনায় মনপুরা থানার মামলা নং-০৯ রুজু হয় । ঘটনার পর থেকেই মনপুরা থানা পুলিশ ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে তৎপর হয়। এরই প্রেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের দিক-নির্দেশনায় মনপুরা থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান কবীর এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান পরিচালনা করে রাজধানী ঢাকার গুলশান থানা এলাকা থেকে ০৮/০৪/২০২৫ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকায় সময় মামলার এজাহারনামীয় ১নং আসামী মোঃ গিয়াস উদ্দিন মিঝি (৪০), ৩নং আসামী মোঃ হালিম মিঝি(৩০) এবং ৪নং আসামী মোঃ করিম মিঝি (৩২), সর্ব পিতা-মৃত লোকমান মিঝি, সাং-দক্ষিণ সাকুচিয়া ০৪নং ওয়ার্ড, থানা-মনপুরা, জেলা-ভোলাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, ১৯/০৩/২০২৫ তারিখ সকাল অনুমান ০৯:০০ ঘটিকার সময় মনপুরা থানাধীন ০৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ০৪নং ওয়ার্ডস্থ নুর উদ্দিন মার্কেটের পূর্ব পাশে বেড়ী বাঁধের উপর পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের উপর পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের কাজে দ্বন্দ্বের জের ধরে মোঃ রাশেদকে আসামীগন এলোপাথারী মারপিট করে গুরুতর জখম করে। মারামারি শেষে আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করলে ভিকটিম মোঃ রাশেদ পথিমধ্যে মারা যায়। মামলার ঘটনার সাথে সাথেই মনপুরা থানা পুলিশ আসামী ১। মোঃ রহিম মিঝি (৩৫), পিতা- মুত লোকমান মিঝি, ২। মোঃ জসিম উদ্দিন মিঝি (৩৬) পিতা- মৃত আঞ্চল হক মিঝি, ৩। আল মামুন (৩৫), (পল্লী চিকিৎসক), পিতা-আবু আক্তার মৌলভী, ৪। আল আমিন চৌকিদার (৩৮), পিতা- মোস্তফা চৌকিদার, সর্ব সাং- দক্ষিণ সাকুচিয়া ০৪নং ওয়ার্ড, থানা-মনপুরা, জেলা-ভোলাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।