ভোলার দক্ষিণ দিঘলদীতে চার শতাধিক মানুষের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠনের মাস্ক ও সাবান বিতরন।

বিশেষ প্রতিনিধি, আমাদের ভোলা.কম।
একতা মানবতা সেবা এই ল্গোগানে একঝাক তরুণ দের নিয়ে গড়ে উঠেছে দক্ষিণ দিঘলদী সমাজ কল্যান স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় হত দরিদ্র কর্মহীন মানুষের পাশে আছে এবং থাকবে এটাই এই সংগঠনের প্রত্যাশা এই সংগঠন সবার জন্য উম্মক্ত সংগঠনের প্রতিটি সদস্য অসহায় হত দরিদ্র কর্মহীন মানুষ যারা আছে তাদের খোঁজ রাখেন সংগঠনের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাড়িয়েছে বিশ্বে মহামারী করোনা ভাইরাসের যারা কর্মহীন হত দরিদ্র তাদের চারশো পরিবারের মাঝে সাবান এবং মাস্ক দেওয়া হয়েছে এর অর্থনের ঢাকার ব্যাবসী আতাউর রহমান আজম