ভোলার উত্তর দিঘলদীর সন্তান প্রবাসী আবুল কাশেম এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন।
মনজুর রহমান কামরুলঃ- আমাদের ভোলা.কম।
উত্তর দিঘলদীর সন্তান সৌদী প্রবাসী আবুল কাশেম এর উদ্যোগে শতাধিক পরিবার কে খাদ্য সামগ্রী বিতরন করেন।করোনা ভাইরাসের কারনে বর্তমান পরিস্হিতিতে অসহায় মানুষের পাশে দাড়িয়ে মহানুভবতার পরিচয় দিলেন প্রবাসী আবুল কাশেম।তিনি বর্তমানে সৌদী আরব থেকেও এলাকা খোজ খবর নিয়ে তার নিকটতম আত্বীয় ফখরুল ইসলাম লাভলু হাওলাদারের মাধ্যমে সুবিধা বন্চিত শতাধিক পরিবারকে চাউল,ডাল,আলু,পেয়াজ এ সকল খাদ্য সামগ্রী সরকারী বিধি মেনে লোক সমাগম না করে তালিকা অনুয়ায়ী প্রত্যেকের বাড়ী বাড়ী পৌছে দেন। তার এ খাদ্য সামগ্রী পেয়ে তাজু বেগম কেদে কেদে বলেন আমি ১মাস অসুস্হ্য,কেউ আমার খবর নেয় নাই,আমি জীবনে বিয়ে করিনাই,আমাকে দেখার কেউ নাই,আমি আমার বিধবা বোনের নিকট থাকি,যদি আপনারা এগুলো না দিতেন কত দিন মানুষের কাছে যাইতে পারিনা,তাহলে না খেয়েই থাকতে হতো,এ কাশেম মিয়া আমাদেরকে গত রোজার আগের রোজায় ২০কেজী চাউল দিয়েছে,আল্লাহ তারে বাচাইয়া রাখুক।অনেক পরিশ্রমি যুবক আবুল কাশেম,সৌদীতে প্রচন্ড গরমে রোদে পুড়ে রোজগারের টাকা আয় করে তিনি শুধু নিজের সুখের দিকে চাননি,বরং অন্যের দুঃখ দুর্দশায় শতাধিক পরিবারের পাশে দাড়িয়ে কিছুটা হলেও মানুষ উপকৃত হয়েছে।গত কাল ফেসবুকে দেখে এক মায়ের লাশ লালমোহন পাঠাতে ১০হাজার টাকা সহযোগীতা করে লাশ পাঠানোর ব্যাবস্হা করেন।এমনি ভাবে তিনি মসজিদ নির্মান, দরিদ্র রোগীর চিকিৎসায় সহযোগিতা সহ বিভিন্ন মানবিক কাজ করে থাকেন।