ভোলায় মাস্ক না পড়ায় ১৩৮ জনকে জরিমানা

ইয়াছিনুল ঈমন, সম্পাদক ,আমাদের ভোলা।
আজ ০১/০৪/২০২১ খ্রি. তারিখে ভোলা জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনে ও অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় ভোলা সদর (30টি মামলায় 12,450 টাকা জরিমানা), দৌলতখান (11টি মামলায় 1300 টাকা জরিমানা), বোরহানউদ্দিন (9টি মামলায় 1800 টাকা জরিমানা), লালমোহন (14টি মামলায় 5500 টাকা জরিমানা), তজুমদ্দিন(47 মামলায় 5100 টাকা জরিমানা) , চরফ্যাশন (27টি মামলায় 6350 টাকা জরিমানা) উপজেলায় মোট 138টি মামলায় 32500/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং জনসাধারনকে মাস্ক ব্যবহারে সচেতন করা হয় ও জনগনের মাঝে প্রচুর পরিমাণে মাস্ক বিতরণ করা হয়।