ভোলায় তিন শতাধিক মানুষের মুখে হাসি ফোটালে তরুনরা
ভোলা সদর প্রতিনিধি, আমাদের ভোলা.কম।
তরুনরা ফুটাবে হাসি মানবতা ভালবাসি এ শ্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস এর কারণে সারা বাংলাদেশ লকডাউন অবস্থায় খেতে খাওয়া মানুষ যখন হিমসিম খাচ্ছে।
বিশ্বের এই ক্রান্তিকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার ৬ নং ওয়ার্ডের আমিন বাজার প্রাথমিক বিদ্যালয় এর অধ্যক্ষ জনাব মাষ্টার মোঃ আব্দুল হামিদ ও সদুরচর মহিলা মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা রফিকুল খান এর নেতৃত্বে ইউনিয়নের তরুনরা সমাজের বিত্তবানদের কাছ থেকে সামর্থ্য অনুযায়ী অনুদান সংগ্রহ করে । এ অনুদান দিয়ে তরুনরা ৩২০ জন মানুষের জন্য ত্রান বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। উন্নত মানের চাল ,পেঁয়াজ, আলু, লবণ, মশারি ডাল, উন্নত মানের তৈল, সাবান।
২য় পর্যায়ে সেচ্ছাসেবক হিসেবে নেতৃত্ব দেন
অনেকে।
এলাকার খেতে খাওয়া মানুষ বলেন এই ক্রান্তিকালে যারা আমাদের পাশে দাঁড়িয়েছে তাদের জন্য আমরা খাছ করে দোয়া করি।