ভোলায় খাদ্য সামগ্রী নিয়ে অসহায়দের পাশে মহিলা কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দ
ইয়াছিনুল ইমন, আমাদের ভোলা.কম।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভ্ক্তু ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের শিক্ষক এবং কলেজের কর্মচারীদের ব্যক্তিগত উদ্যোগে প্রায় ১০০ অসহায় মানুষদের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (০১ এপ্রিল) সকালে কলেজ মাঠে প্রায় ১০০ গরীব দুস্থদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাসের কারণে অনেক খেটে খাওয়া মানুষগুলো বেকার হয়ে পড়েছেন। তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে, তাই কলেজ শিক্ষক ও কর্মচারীদের ব্যক্তিগত উদ্যোগে শিক্ষকদের পক্ষ থেকে চাল বিতরণ করা হয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফীল বলেন, করোনা ভাইরাসের কারণে মানুষ ঘরবন্দি অবস্থায় জীবনযাপন করছেন। তারা বাইরে কাজে আসতে পাড়ছে না। ফলে অনেকটাই মানববতর জীবনযাপন করছেন তারা। তাই কলেজ শিক্ষক ও কর্মচারীদের ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেক কে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, পেয়াজ মসুরি ডাল, ও সাবান বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফীল, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এনায়েত উল্লাহ, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফরিদুজ্জামান, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আবদুল আউয়াল মোহাম্মদ হারুনর রশীদ, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কবির, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম শামীম, দর্শন বিভাগের প্রভাষক মোঃ ইব্রাহীম খলিল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ রোকনুজ্জামন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ ইখতিয়ারউদ্দিন সহ প্রমুখ।