বোরহানউদ্দিনে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত।

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ আমাদের ভোলা.কম।
মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, জুয়া, জঙ্গী ও মোবাইল ফোনের অপব্যবহার সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে, ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের আয়োজনে মানিকা মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মীর মোঃ শাফিন মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়। সভার সভাপতিত্ব করেন ,মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ, এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার ,থানার বিভিন্ন পর্যায়ের অফিসার ,শিক্ষক ও শিক্ষিকা, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যসহ ছাত্র – ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।