বোরহানউদ্দিনে বিহুন্দি জালে জাটকা নিধনের মহোৎসব

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ আমাদের ভোলা.কম।

সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীর হাকিমউদ্দিন দিদার মাঝি মাছঘাট সংলগ্ন ২৪ টি বিহুন্দি জালে জাটকা ইলিশসহ সকল প্রজাতির মাছের রেণু নিধনের মহোৎসব চলছে। প্রতিদিন সকালে দিদারমাঝি মাছঘাটে হাক-ডাক দিয়ে বিক্রি হয় বেহুন্দি জালের জাটকা ইলিশসহ সকল প্রজাতির নদীর মাছ। ঘাট গুলোতে হচ্ছেনা কোন অভিযান। এতে সরকারের ভেস্তযাচ্ছে অভয়আস্রমের অভিযান। বিষয়টি যেন দেখার কেউ নেই। প্রতিদিন ঘাট গুলোতে চলছে কয়েক টন জাটকা ইলিশসহ নদীর সকল প্রজাতির মাছ বিকি-কিনি। বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, হাকিমুদ্দিন লঞ্চ ঘাট দিয়ে অভিযানে নামেন বোরহানউদ্দিন মৎস্য কর্মকর্তারর একটি টিম, আর তার পাশে রয়েছে দিদার মাঝি মাছঘাট, সেখানে অবৈধ বিহুন্দি জালে মাছ শিকার করতে দেখা যায়, কিন্তু ওই জাল গুলো না ধরে নদীর মাঝখানে চলে যায় অভিযানের টিম। স্থানীয়রা ওই ঘাটে একাধিক বার অভিযান চালানোর কথা বললেও তারা নদীর মাঝ খানে অবস্থান নেয়, পরে বিহুন্দি জালের নৌকা গুলো ঘাটে ভেরায়। পরে আর তারা বিহুন্দি জাল গুলো আটক করেন নি। অভিযানের টিমে নৌকার মধ্যে রয়েছে ওই ঘাটের বিহুন্দি জালের মাছ বিক্রেতা (কেরানী) মোঃ কবির পাটারী ওরফে কবির বেপারী। এ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। এব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুস সালেহীন জানান, আমরা কোন বিহুন্দি জাল দেখতে পাইনি।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।