পিরোজপুরে ইয়াবা সহ নারী মাদক বিক্রেতা গ্রেপ্তার
নিউজ ডেস্ক, আমাদের ভোলা.কম।
চলমান মাদক উদ্দার অভিযানে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মিজানুল হক ও এসআই দেলোয়ার হোসাইন জসিম এর নেতৃত্রে অদ্য ইং ১৩/০৪/২০১৯ তাং দুপুর ১৪.৩৫ ঘটিকায় পিরোজপুর সদর থানাধীন দক্ষিন রানিপুর সাকিনে জনৈক নুর মোহান্মদ মৃধার বাড়ীর দক্ষিন পশ্চিম পাশে ইটের রাস্তার উপরে অভিযান চালাইয়া ১০৯ পিচ মাদক ইয়াবা ট্যাবলেট সহ পিরোজপুর জেলার তালিকা ভুক্ত মাদক ব্যাবসায়ি পূর্বের মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোসা নারগিস বেগম (৪০) পিং মৃঃআঃ ওয়াহাব মৃধা, মাতা মমতাজ বেগম, সাং দক্ষিন রানিপুর ৬ নং ওয়ার্ড, থানা ও জেলা পিরোজপুর কে গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্তে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন ।