পিআইবির মহাপরিচালক হলেন সাংবাদিক জাফর ওয়াজেদ
নিউজ ডেস্ক , আমাদের ভোলা.কম।
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক জাফর ওয়াজেদ। তাকে দুই বছরের জন্য মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।বুধবার (১৭ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
পিআইবির সাবেক মহাপরিচালক সাংবাদিক শাহ আলমগীরের অকালমৃত্যুতে পদটি শূন্য হয়। এরপর কে আসছেন এই পদে- বিষয়টি নিয়ে নানা রকম গুঞ্জন ছিল। ছিল অপেক্ষার পালা। জাফর ওয়াজেদের নিয়োগের মধ্যে দিয়ে সেই অপেক্ষার পালা শেষ হলো।
এর আগে গত ১১ মার্চ পিআইবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান স্বনামধন্য সাংবাদিক ও দৈনিক জাগরণ সম্পাদক আবেদ খান।